প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ডা. কিশোর বিশ্বাসের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বুধবার (৭ ফেব্রুয়ারি) এই নিয়োগ অনুমোদন দেয়া হয়।
প্রোটেক্টিভ ইসলামি লাইফ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
ডা. কিশোর বিশ্বাস ২০১৪ সালের ২০ জানুয়ারি সহকারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রোটেক্টিভ ইসলামি লাইফে যোগদান করেন। কয়েক দফা পদোন্নতি পেয়ে ২০২১ সালের জানুয়ারিতে তিনি বীমা প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহীর দায়িত্ব নেন।
২০১০ সালের ১ জুলাই মেটলাইফের মেডিকেল অফিসার হিসেবে বীমা পেশায় যোগ দেন ডা. কিশোর বিশ্বাস। এরপর ২০১২ সালের ১ ফেব্রুয়ারি মহা-ব্যবস্থাপক হিসেবে যোগ দেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে।
এর আগে তিনি হামদর্দ টি কোম্পানির নির্বাহী কর্মকর্তা এবং শাহাবুদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের করপোরেট বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।











