Paris
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি
নিয়োগ নবায়ন অনুমোদন আইডিআরএ’র

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সিইও পদে দ্বিতীয় মেয়াদে হাসান তারেক 

  • প্রকাশের সময় : ১ বছর ১১ মাস ১ সপ্তাহ ২ দিন ১৮ ঘন্টা ৫৯ মি. আগে, ০১:৩৩:২৬ এ.এম, বৃহস্পতি, ৮ ফেব্রু ২০২৪
  • 605
ক্যাপশন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সিইও হাসান তারেক। ফাইল ফটো।
নিজস্ব প্রতিবেদক:

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে হাসান তারেকের নিয়োগ নবায়ন অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ৪ ফেব্রুয়ারি ২০২৪ হতে ৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত তিন বছরের জন্য কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে হাসান তারেকের নিয়োগ নবায়ন অনুমোদন করেছে।

হাসান তারেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রথমে অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে চাকরিতে যোগদানের মাধ্যমে তার পেশাজীবন শুরু হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি একটি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার হিসেবে তার বীমা পেশা শুরু করেন।

২০০৩ সালে তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডে যোগদান করে পর্যায়ক্রমে বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালের ১ জানুয়ারি তিনি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

দীর্ঘ ২৫ বছরের বীমা পেশায় তিনি দেশে বিদেশে বীমা বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দেশের নামকরা পত্র-পত্রিকায় বীমা বিষয়ক তার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় বীমা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে ও নিয়মিত টকশোতে অংশগ্রহণ করেন।

বীমা পেশার ওপর জ্ঞান অর্জনের জন্য তিনি থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুরে বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি জাপান, মালয়েশিয়া, মিশর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে বীমা পেশার উন্নয়ন সাধনের জন্য ভ্রমণ করেছেন।