New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি
মতবিনিময় সভায় আইডিআরএ চেয়ারম্যান 

ব্যাংকাস্যুরেন্স সফল করতে নতুন নতুন বীমা পরিকল্প চালুর পরামর্শ 

  • প্রকাশের সময় : ১ বছর ১০ মাস ৩ সপ্তাহ ৬ দিন ২০ ঘন্টা ৫০ মি. আগে, ১১:৫৭:৪২ পি.এম, মঙ্গল, ২০ ফেব্রু ২০২৪
  • 831
ক্যাপশন আইডিআরএ’র লোগো
নাসির আহমাদ রাসেল, বিশেষ প্রতিবেদক:

ব্যাংকাস্যুরেন্স সফল করতে কোম্পানিগুলোকে নতুন নতুন বীমা পরিকল্প নিয়ে আসার  পরামর্শ দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ার‌ম্যান  মোহাম্মদ জয়নুল বারী।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ব্যাংকাস্যুরেন্স নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই পরামর্শ দেন। 

দেশের বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থার এই চেয়ারম্যান বলেন, ব্যাংকাস্যুরেন্স চালু হলে ব্যাংকের প্রশিক্ষিত ও দক্ষ জনবলের মাধ্যমে বীমা পণ্য ব্যাংকের গ্রাহকদের মধ্যে বিপণন করা হবে। ফলে বীমা গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাবে, বীমা পলিসি তামাদির হার হ্রাস পাবে। সার্বিকভাবে বীমার পেনিট্রেশন বৃদ্ধি পাবে।

তিনি ব্যাংকের গ্রাহকদের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন নতুন বীমা পরিকল্প নিয়ে আসার জন্য বীমাকারীদের পরামর্শ দেন। 

ব্যাংকাস্যুরেন্স সফলভাবে চালু করার জন্য ব্যাংক ও বীমা কোম্পানিগুলোকে সহযোগিতামূলক ও অংশীদারিত্বমূলক মনোভাব নিয়ে অগ্রসর হওয়ার জন্য সকলকে পরামর্শ দেন। এ সময়  বীমাদাবি পরিশোধসহ গ্রাহক সেবার মান উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন আইডিআরএ চেয়ারম্যান। 

সোমবার আইডিআরএ’র মুখপাত্র ও পরিচালক (উপসচিব) মোঃ জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মতবিনিময় সভা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন।

আইডিআরএ আয়োজিত ওই মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যাংকের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকাস্যুরেন্স বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত ‍গুরুত্বপূর্ণ দিক উপস্থাপন করেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (লাইফ) ড. মোঃ আশরাফুজ্জামান।

মতবিনিময়কালে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিনিধিগণ ব্যাংকাস্যুরেন্স চালুর বিষয়ে তাদের আগ্রহ-উদ্দীপনা ও নিজ নিজ ব্যাংকের প্রস্তুতির বিষয় উল্লেখ করেন। পাশাপাশি বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিগণ তাদের অবস্থান তুলে ধরেন।