প্রতিষ্ঠার তিন বছরেই গৌরবময় সাফল্যের পথ ধরে
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে পঞ্চম প্রজন্মের বীমা কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। স্বল্প সময়ের এই পথ চলায় স্বচ্ছতা, বিশ্বস্ততা আর উন্নত গ্রাহকসেবার কারণে এনআরবি লাইফ পৌঁছে গেছে মানুষের আস্থার শীর্ষে।
গোটা খাত যখন বীমার ইমেজ পুনরুদ্ধারের লড়াইয়ে ব্যস্ত ঠিক তখন দেশ থেকে বিদেশে বীমার ইতিবাচক
বার্তা পৌঁছে দিচ্ছে এনআরবি লাইফ। তিন বছরের এই সাফল্যময় পথচলার পুরোভাগেই নেতৃত্ব দিয়েছেন এনআরবি
ইসলামিক লাইফের সুদক্ষ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ জামাল হাওলাদার।
যথাসময়ে গ্রাহকের দাবি পরিশোধ না করায় বীমাখাত যেখানে ইমেজ সংকটে ভুগছে, এনআরবি লাইফের স্বচ্ছ কর্মকাণ্ড সেখানে বীমার প্রতি গ্রাহকের আস্থা ফিরিয়ে দিচ্ছে
প্রতিনিয়ত। শতভাগ তথ্য প্রযুক্তিভিত্তিক গ্রাহক সেবার
কারণে এনআরবি হয়ে উঠেছে বীমা খাতের নতুন
আইকন ।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালের ৬ মে। চলতি বছরের ৬ মে প্রতিষ্ঠার তিন বছরপূর্তি উদযাপন করেছে কোম্পানিটি। এই তিন বছরেই মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ জামাল হাওলাদারের নেতৃত্বে ঈর্ষণীয় সাফল্যের শীর্ষে পৌঁছে গেছে কোম্পানিটি।
সংশ্লিষ্টরা বলছেন, এত স্বল্পসময়ে এনআরবি লাইফের uসব সূচকে সাফল্যময় অগ্রযাত্রা বীমা খাতে এক নতুন দৃষ্টান্ত । দেশে ও বিদেশে অফিস স্থাপন করে বীমা ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত একমাত্র জীবন বীমা কোম্পানি এনআরবি লাইফ। ২০২১ সালের ৯ মে ব্যবসা সংগ্রহ শুরু করে ডিসেম্বর ক্লোজিং পর্যন্ত ৮ মাসে অনুমোদনের প্রথম বছরেই ৫ কোটি ৫৬ লাখ টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম অর্জন করে প্রতিষ্ঠানটি।
এছাড়া ২০২২ সালে এনআরবি ইসলামিক লাইফ ২৭ কোটি টাকা প্রথম বর্ষ ও ২ কোটি ৬৬ লক্ষ টাকা নবায়ন প্রিমিয়ামসহ
সর্বমোট ২৯ কোটি ৬৬ লক্ষ টাকা প্রিমিয়াম অর্জন করেছে। বছরটিতে এনআরবির নবায়ন প্রিমিয়ামের হার ছিল ৬০ শতাংশ। ২০২৩ সালে এনআরবি লাইফের গ্রস প্রিমিয়াম আয় ছিল ৪৬ কোটি ২৪ লাখ, ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত প্রিমিয়াম আয় হয়েছে ৮ কোটি ৯৩ লাখ টাকা।
সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে কোম্পানিটির মোট জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫২৮ টাকা।মোট সম্পদের পরিমাণ ৪৪ কোটি ১৫ লাখ ৪২ হাজার ১৪৬ টাকা। বিনিয়োগ রয়েছে ১৬ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ৪৩৬ টাকা। বীমা দাবি পরিশোধ হয়েছে ১ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ কোটি এবং পরিশোধিত মূলধন ১৮ কোটি টাকা।
তিন বছরে এনআরবি ইসলামিক লাইফের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৮৭ জনে। ৮৫ টি শাখা অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে কোম্পানিটি।
এক পরিসংখ্যানে দেখা যায়, দেশে এখন পর্যন্ত যতগুলো জীবন বীমা কোম্পানি অনুমোদন পেয়েছে, এর মধ্যে এনআরবি ইসলামিক লাইফ হলো একমাত্র কোম্পানি প্রতিষ্ঠার প্রথম তিন বছরে যেটি সবচেয়ে বেশি প্রিমিয়াম অর্জন করেছে। বীমা দাবি পরিশোধের ক্ষেত্রেও দক্ষতা ও স্বচ্ছতার পরিচয় দিয়েছে কোম্পানিটি। কোনও দাবি উত্থাপনের ২৪ ঘন্টা থেকে সাত দিনের মধ্যেই তা পরিশোধের নজির সৃষ্টি করেছে এনআরবি লাইফ।
প্রতিষ্ঠার তিন বছরেই কোম্পানিটিকে সাফল্যের বন্দরে পৌঁছে দেওয়ার কারিগর এনআরবি ইসলামিক লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা শাহ জামাল হাওলাদার।
পেশাগত জীবনে অভিজ্ঞতায় ঋদ্ধ এই সফল বীমা ব্যক্তিত্ব শাহ জামাল হাওলাদার বীমা শিল্পে ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে এজেন্ট হিসেবে যোগদানের মধ্য দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সাফল্য ও সুনামের সঙ্গে কাজ করেছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, ও প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। চতুর্থ প্রজন্মের প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সে দায়িত্ব পালন করেছেন সিনিয়র ডিমডি হিসেবে। বেস্ট লাইফ ইন্স্যুরেন্সে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক।












