‘লাগামহীন দুর্নীতি আইডিআরএ চেয়ারম্যানের, ধ্বংস করে দিচ্ছেন একের পর এক বীমা প্রতিষ্ঠান’ শিরোনামে রোববার (২ জুন) দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) উপসচিব আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো প্রতিবাদলিপিতে আইডিআরএ দাবি করেছে, প্রতিবেদনটি পাঠ করে প্রতিবেদনের কোনো তথ্য সূত্র পাওয়া যায়নি এবং এতে পর্যাপ্ত তথ্যের ঘাটতি রয়েছে।
প্রকাশিত প্রতিবেদনটিকে ফরমায়েশি মন্তব্য করে আইডিআরএ বলছে, দৈনিক যুগান্তরের মত একটি স্বনামধন্য পত্রিকা এই প্রতিবেদন প্রচার করে কেবলমাত্র বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং তার পরিবারের সুদীর্ঘ সময়ের পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুন্নের এবং মানহানির অপচেষ্টাই নয় একই সঙ্গে বীমা খাতের ভাবমূর্তি বিনষ্ট করেছে। প্রতিবেদেনটিকে সর্বৈব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, দূরভিসন্ধিমূলক, উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর বলেও দাবি করেছে আইডিআরএ।















