দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ৮১৬ কোটি ২৯ লাখ টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার উপস্থিতিতে জামিন শুনানি হয়। বাদীপক্ষের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, নজরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান থাকা অবস্থায় অবৈধ প্রভাব খাটিয়ে এম এ খালেক গংকে সঙ্গে নিয়ে বিভিন্ন সময় বোর্ড রেজুলেশন ও তৎসংশ্লিষ্ট ডকুমেন্ট জাল জালিয়াতির মাধ্যমে সৃজন করে কোম্পানির এমটিডিআর, এমডিবিএস বন্ধক (লিয়েন) রেখে নজরুল গংয়ের নিজস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করে উক্ত ঋণগুলো ফারইস্ট লাইফের এমটিডিআর, এমডিবিএস দিয়ে সমন্বয় করে এবং ঢাকার বিভিন্ন লোকেশনে জমি ক্রয়ের সময় ব্যাপকহারে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোম্পানির ৮১৬ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৪৪০টাকা আত্মসাৎ করে ।
এ বিষয়ে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে শাহবাগ থানায় দণ্ডবিধির ৪০৫/৪০৬/৪০৮/৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ ধারায় একটি মামলা দায়ের করলে ওই মামলায় নজরুল ইসলাম বিপুল অর্থের বিনিময়ে জামিন লাভ করে আত্মসাৎকৃত টাকা দিয়ে দেশে বিদেশে রাজকীয় জীবন যাপন করে আসছিল। এর আগে ফারইস্ট লাইফের প্রায় ১৫শ’ কোটি টাকা আত্মসাতের দায়ে নজরুল ইসলাম মোল্লা একাধিকবার কারাগারে গেলেও বিপুল পরিমাণ অর্থ খরচ ও অবৈধ প্রভাব খাটিয়ে জামিনে বের হয়ে আসেন।
ফারইস্ট লাইফের উদ্যোক্তা পরিচালক ও বর্তমান নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর কোম্পানির আত্মসাৎকৃত টাকা উদ্ধারে সচেষ্ট হন। তারই ধারাবাহিকতায় ফারইস্ট লাইফের নিযুক্ত আইনজীবী যোবায়ের আহম্মেদ ভুঁইয়া নজরুল ইসলাম মোল্লার জামিনের বিরোধিতা করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।















