New York
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

বিনা খরচে বাণিজ্যিক গ্রাহকদের অ্যাম্বুলেন্স দেবে মেটলাইফ

  • প্রকাশের সময় : ১ বছর ১ মাস ১ সপ্তাহ ৫ দিন ৮ ঘন্টা ৫৬ মি. আগে, ০১:২২:১৯ এ.এম, রবি, ১ ডিসে ২০২৪
  • 529
ক্যাপশন বিনা খরচে বাণিজ্যিক গ্রাহকদের অ্যাম্বুলেন্স দেবে মেটলাইফ
সংবাদ বিজ্ঞপ্তি:

॥ মেটলাইফের বীমা চুক্তির আওতায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বিনা খরচে অ্যাম্বুলেন্স সেবা দেবে মেটলাইফ বাংলাদেশ। নতুন এই সেবার আওতায়, জরুরি পরিস্থিতিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা পাবেন গ্রাহকরা । এ উদ্যোগের ফলে সহজেই যেমন অ্যাম্বুলেন্স মিলবে তেমনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবাও নেয়া যাবে। এ সেবা নিতে গ্রাহকদের শুধু হাসপাতালের দেয়া নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।

নতুন এ সেবা নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বিশ্বমানের বীমা কাভারেজ ও উদ্ভাবনী সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো যেন তাদের কর্মীদের পাশে থাকতে পারে সেজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এ ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবার উন্মোচন করপোরেট ক্লায়েন্ট ও তাদের কর্মীদের জরুরি চিকিৎসা আরও সহজলভ্য এবং ঝামেলাহীন করার ক্ষেত্রে আমাদের গুরুত্তপূর্ণ একটি পদক্ষেপ।”

বর্তমানে বাংলাদেশের নয়শ’টিরও বেশি প্রতিষ্ঠান মেটলাইফের বীমাসেবা গ্রহণ করে বিভিন্ন সুবিধা উপভোগ করছে।

ট্যাগs: