Berlin
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

দিনাজপুরে ২ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ন্যাশনাল লাইফের

  • প্রকাশের সময় : ১০ মাস ৪ সপ্তাহ ১৬ ঘন্টা ৬ মি. আগে, ১০:২১:২১ পি.এম, মঙ্গল, ১৮ ফেব্রু ২০২৫
  • 543
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী দিনাজপুরে ২ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। মঙ্গলবার দিনাজপুর সদরের বিনোদন কেন্দ্র গ্র্যান্ড দাদু বাড়ী রিসোর্টে আয়োজিত বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের এই চেক হস্তান্তর করেন।

এসময় তিনি বলেন, আমারা ২০২৪ সালে প্রায় ২১ ‘ শ কোটি টাকা বীমার প্রিমিয়াম আয় করেছি এবং দাবী পরিশোধ করেছি ১২’শ ৫ কোটি টাকা। এটাই আমাদের শ্রেষ্ঠত্ব। বীমা দাবী পরিশোধকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি।
সময়মতো দাবী পরিশোধ করা হলে বীমা গ্রাহকের হার বাড়বে। বাংলাদেশে জীবন বীমার অপার সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বীমাকে এগিয়ে নিতে হবে। এতে দেশ ও জনগণের কল্যাণ সাধিত হবে।

ন্যাশনাল লাইফের দিনাজপুর এরিয়া প্রধান এসভিপি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন, জনবীমা উন্নয়ন প্রধান হেলাল আহম্মেদ, বগুড়া এরিয়া প্রধান ভিপি মিজানুর রহমান শিপু।
সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নিলফামারী রংপুর বগুড়াসহ আরো বিভিন্ন জেলার এরিয়ার প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তাসহ প্রায় ১১ ‘শ কর্মী অংশ নেন।

ট্যাগs: