স্বাস্থ্যসেবা ও বীমা সুরক্ষার পরিধি আরও বিস্তৃত করতে সম্প্রতি জায়নাক্স হেলথ এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে প্রোটেক্টিভ ইসলামী লাইফের পলিসি ধারকরা জায়নাক্স হেলথের বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে অনলাইন ডাক্তার পরামর্শ, হাসপাতালে ক্যাশব্যাক, ডায়াগনস্টিক টেস্টে ছাড় এবং ঔষধ হোম ডেলিভারি।
অন্যদিকে, জায়নাক্স হেলথের ব্যবহারকারীরাও প্রোটেক্টিভ ইসলামী লাইফের বীমা কভারেজের আওতায় আসবেন, যা চিকিৎসা জরুরি অবস্থার সময় আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়নাক্স হেলথের চিফ অপারেটিং অফিসার রাসেল হোসেন, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং এস. এম. মনজুরুল আলম, সিনিয়র ম্যানেজার নিপা আক্তার এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ডাঃ কিশোর বিশ্বাস ও সিনিয়র ম্যানেজার মোঃ তাবিন বাশার।
এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা একই সঙ্গে উন্নতমানের স্বাস্থ্যসেবা ও বীমার সুবিধা পাবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে।












