ঢাকা, ৪ মার্চ ২০২৫: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২০২৫-২০২৬ মেয়াদের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।
আজ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে সাঈদ আহমেদকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় মো. কাজিম উদ্দিন নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং ইন্স্যুরেন্স খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মো. কাজিম উদ্দিন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য। তিনি দেশের ইন্স্যুরেন্স খাতের বিকাশ ও আধুনিকায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইন্স্যুরেন্স খাতের টেকসই প্রবৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করা হবে।












