New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

নিবন্ধন নবায়ন না করেই ব্যবসা পরিচালনা: বায়রা ও গোল্ডেন লাইফকে কারণ দর্শানোর নোটিশ

  • প্রকাশের সময় : ১০ মাস ৬ দিন ২০ ঘন্টা ৫০ মি. আগে, ০৪:৪৩:৫৭ পি.এম, বুধ, ১২ মার্চ ২০২৫
  • 655
ক্যাপশন আইডিআরএ'র লোগো
নিজস্ব প্রতিবেদক:

নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা ব্যবসা পরিচালনা করায় বায়রা লাইফ ইন্স্যুরেন্স ও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ নেয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সম্প্রতি কর্তৃপক্ষের পরিচালক (নিবন্ধন ও ব্যবস্থাপনা, লাইফ) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত ওই নোটিশ কোম্পানি দুটির মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়।

নোটিশে বলা হয়, বায়রা লাইফ ইন্স্যুরেন্স ও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা আইন, ২০১০-এর ৮ ধারার বিধান লঙ্ঘন করে বীমা ব্যবসা পরিচালনা করছে।

অথচ, বীমা আইন, ২০১০-এর ৮ (১) ধারানুসারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত কেউ বীমা ব্যবসা সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আইনের ১১ ধারার বিধান অনুযায়ী, বীমাকারীকে কোনো বছরের নিবন্ধন নবায়নের আবেদন পূর্ববর্তী বছরের ৩০ নভেম্বরের পূর্বে বিধি দ্বারা নির্ধারিত ফি প্রদানসহ জমা দিতে হয়।

কিন্তু গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়নের আবেদন এখন পর্যন্ত আইডিআরএ দাখিল করেনি। নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা ব্যবসা পরিচালনা করা বীমা আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা আইনত দণ্ডনীয়।

“এমতাবস্থায়, ২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা আইন, ২০১০-এর ৮ ধারার বিধান লঙ্ঘন করে বীমা ব্যবসা পরিচালনা করায় আপনার কোম্পানির বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা যথাযথ প্রমাণকসহ ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

ট্যাগs: