আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল করিম, এফএলএমআইকে বীমা কোম্পানিটির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের পূর্ব পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে তাকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুমোদন প্রদান করার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।
মোহাম্মদ সাজ্জাদুল করিম যুক্তরাষ্ট্রের লাইফ অফিস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (LOMA) -এর লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ফেলো (FLMI) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুইটি মাস্টার্স ডিগ্রি (হিসাববিজ্ঞান বিষয়ে মাস্টার্স এবং ব্যবস্থাপনায় এমবিএ) অর্জন করেছেন। ১৯৯৮ সালে সাজ্জাদ তার কর্মজীবন শুরু করেন আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানী (আলিকো) বাংলাদেশে।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে যোগদানের পূর্বে তিনি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব), প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়িত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকল্প “অন্তর্ভুক্তিমূলক বীমা খাত উন্নয়ন প্রকল্প”-এর প্রকল্প সমন্বয়ক হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি ইনাফি বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এবং Oxfam Novib দ্বারা অর্থায়িত “Micro Initiative with Mutual Enabling (MIME)” নামক একটি ক্ষুদ্রবীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন।
জনাব সাজ্জাদ ১৯৯৮ সালে আলিকো বাংলাদেশ-এ যোগদান করেন এবং ২০০৭ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। এরপর তিনি ইনাফি বাংলাদেশ-এ Oxfam Novib অর্থায়িত Micro Initiative with Mutual Enabling (MIME) প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত কাজ করেন, যেখানে ক্ষুদ্রঋণগ্রহীতাদের জন্য উপযুক্ত ক্ষুদ্রবীমা সেবা প্রবর্তনের উদ্দেশ্যে কাজ করা হয়। পরে তিনি ২০১০ সালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এ যোগদান করেন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের “অন্তর্ভুক্তিমূলক বীমা খাত উন্নয়ন প্রকল্প” এর প্রকল্প সমন্বয়ক হিসেবে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেন।
২০১৪ সালে তিনি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ SEVP ও চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগদান করেন এবং ২০১৯ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পান এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০২১ সালে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (অপারেশনস) হিসেবে যোগ দেন এবং ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সেখানে কাজ করেন। এরপর তিনি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এ স্বল্প সময়ের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসার (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি দেশ-বিদেশে বিভিন্ন বীমা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন।
জনাব সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান অ্যালামনাই-এর আজীবন সদস্য এবং ক্লাব নটরডেমিয়ানস, বাংলাদেশ-এর সাধারণ সদস্য।












