Paris
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

গার্ডিয়ান লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ৫ মাস ৩ সপ্তাহ ৪ দিন ১৯ ঘন্টা আগে, ০৮:২০:১৭ পি.এম, সোম, ২১ জুলা ২০২৫
  • 678
ক্যাপশন চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

‘অদম্য গার্ডিয়ান’ স্লোগানে ১৭ জুলাই কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ বছরের বার্ষিক সেলস কনফারেন্স করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এই সেলস কনফারেন্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আট শ জনেরও বেশি সেলস লিডার ও ফাইন্যান্সিয়াল এডভাইজার অংশগ্রহণ করেন। গত এক বছরে গার্ডিয়ান এর অনন্য সাফল্য উদযাপনেই এ সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠানের ২০২৪ সালে উল্লেখযোগ্য পারফরমেন্সের জন্য ১৫ জন সেরা কর্মীকে পুরস্কৃত ও স্বীকৃতি প্রদান করে গার্ডিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান এর ডিরেক্টর সৈয়দ আখতার হাসান উদ্দিন। আরও, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ; চিফ রিটেইল বিজনেস অফিসার মাহমুদুর রহমান খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সম্মেলনে ভিডিও বার্তা দেন গার্ডিয়ান এর কো-ফাউন্ডার ও স্পনসর তপন চৌধুরী। সেলস কনফারেন্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “এ সম্মেলন শুধুমাত্র কোন আনুষ্ঠানিক সমাবেশই নয়; এটি আমাদের কঠোর পরিশ্রম, সততা ও সাফল্যের অর্জন। গার্ডিয়ান আজ দেশের মানুষের কাছে আস্থা ও সুরক্ষার প্রতীক। বিমাখাতে গার্ডিয়ান সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও আপনারা এই সাফল্যের ধারা বজায় রেখে কাজ করবেন বলে আমি মনে করি। একসাথে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে গার্ডিয়ানকে আরও নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাবো।”

অনুষ্ঠানে গার্ডিয়ান এর চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ, সকল পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং সারাদেশ থেকে আগত অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “গার্ডিয়ানে আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীরাই আমাদের এগিয়ে যাওয়া মূল চালিকা শক্তি। তাদের নিষ্ঠা, নিবেদন ও শৃঙ্খলাই আমাদের প্রতিষ্ঠানের মূল্যবোধকে প্রতিফলিত করে।”

তিনি গার্ডিয়ানের অগ্রযাত্রায় এপেক্স, ব্র্যাক ও স্কয়ারের অংশীদারদের অন্যতম অবদান, পথনির্দেশনা ও সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে প্রকাশ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল পারফরমেন্স রিভিউ, স্ট্রাটেজিক ওর্য়াকশপ, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।