মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র একক বীমা ডিভিশনের রামপুরা জোনাল অফিসে ২৬ জুলাই এক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কনসালটেন্ট জয়নাল আবেদীন ভুঁঞা এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজেদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার ও রামপুরা জোনাল ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।
আলোচনায় বক্তারা ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল, বীমা সেবার মানোন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় রামপুরা জোনের বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও বীমা প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।











