Berlin
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি
২০২৩ সালের আর্থিক কার্যক্রম খতিয়ে দেখা হবে ৪৫ কোম্পানিতে

নন-লাইফ বীমা খাতে আইডিআরএ’র বিশেষ নিরীক্ষা শুরু

  • প্রকাশের সময় : ৫ মাস ২ সপ্তাহ ৪ দিন ১৬ ঘন্টা ৬ মি. আগে, ০২:৫৩:৩০ এ.এম, সোম, ২৮ জুলা ২০২৫
  • 552

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 95?

ক্যাপশন আইডিআরএ'র লোগো
নিজস্ব প্রতিবেদক:

নন-লাইফ বীমা খাতে ২০২৩ সালের ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখতে ৪৫টি কোম্পানিতে বিশেষ নিরীক্ষা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ইতোমধ্যে অন্তত ২০টি কোম্পানিতে নিরীক্ষক নিয়োগ দিয়ে চিঠি পাঠানো হয়েছে, এবং কিছু কোম্পানিতে কাজ শুরু হয়ে গেছে বলেও সূত্র জানিয়েছে।

আইডিআরএ জানিয়েছে, এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। পর্যায়ক্রমে সব কোম্পানিকেই নিরীক্ষার আওতায় আনা হবে।

নিরীক্ষায় মূলত কোম্পানিগুলোর প্রিমিয়াম সংগ্রহ ও ফেরত, পলিসি বাতিল, পুনঃবীমা, আর্থিক বিবরণী, আইটি ব্যবস্থাপনা, সম্পদের হিসাব ও প্রশাসনিক ব্যয়সহ বীমা আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না তা যাচাই করা হবে। একইসঙ্গে দেখা হবে, তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে প্রিমিয়াম আত্মসাৎ, ভুয়া বীমা দাবি বা নিয়োগের মাধ্যমে কোনো জালিয়াতি হয়েছে কি না।

নিরীক্ষা শুরুর ৬০ দিনের মধ্যে নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে আইডিআরএ’র কাছে।

আইডিআরএ’র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন পরামর্শক সাইফুন্নাহার সুমি  বলেন, “বীমা কোম্পানিগুলোতে নিরীক্ষা পরিচালনা কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অংশ। ২০২৩ সালের কার্যক্রম পর্যবেক্ষণ করতেই এই উদ্যোগ।”

এর আগেও ২০২২ সালের ব্যবসায়িক কার্যক্রমে নিরীক্ষার মাধ্যমে অনেক অনিয়ম ধরা পড়ে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপর জরিমানা আরোপ করা হয়।

উল্লেখ্য, আইডিআরএ’র প্যানেলে বর্তমানে ৫১টি নিরীক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যারা বীমা খাতের নিরীক্ষা, তদন্ত ও মূল্যায়ন কার্যক্রমে কাজ করে থাকে।

ট্যাগs: