Singapore
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

অনুমোদনহীন লাইফ বীমা পরিকল্প বন্ধের নির্দেশ আইডিআরএ’র

  • প্রকাশের সময় : ২ বছর ১০ মাস ৩ সপ্তাহ ৩ দিন ২৩ ঘন্টা ৪৬ মি. আগে, ১২:৩০:৫৬ পি.এম, বৃহস্পতি, ২৩ ফেব্রু ২০২৩
  • 756
অনলাইন ডেস্ক:

দেশের লাইফ বীমা খাতে যেসব কোম্পানি অনুমোদনহীন বীমা পরিকল্প বাজারজাত করছে তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী স্বাক্ষরিত পরিপত্র (লাইফ) জারি করে এই নির্দেশ দেয়া হয়।

আইডিআরএ বলছে, বীমা আইন, ২০১০ এর ১৬ ধারার বিধান অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে লাইফ বীমা কোম্পানি বা করপোরেশন কর্তৃক বীমা পরিকল্প বাজারজাত করার বাধ্যবাধকতা রয়েছে। সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে, কোন কোন লাইফ বীমা কোম্পানি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন পরিকল্প গ্রাহকদের নিকট বিক্রি করছে; যা বীমা আইন, ২০১০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়াও কোন কোন বীমা কোম্পানি ব্যাংকের ন্যায় মাসিক সুদ বা মুনাফাসহ মাসিক সঞ্চয় স্কিম বা অনুরূপ পণ্য বীমা গ্রাহকদের নিকট বিক্রি করছে, যা কোনক্রমেই বীমা পরিকল্প হিসেবে স্বীকৃত নয়। এতে একদিকে যেমন বীমা গ্রাহকরা বিভ্রান্ত হচ্ছেন এবং কোম্পানির ভবিষ্যৎ দায় বৃদ্ধির মাধ্যমে ঝুঁকি বাড়ছে; অন্যদিকে বীমা শিল্পেরও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এই প্রেক্ষিতে যে সকল বীমা কোম্পানি কর্তৃপক্ষের অনুমোদনহীন বীমা পরিকল্প বাজারজাত করছে তা অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে পরিপত্রে। এতে আরো বলা হয়েছে, এর ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট বীমাকারীর বিরুদ্ধে বীমা আইন, ২০১০ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগs: