প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভা সম্পর্কে ১৮ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোম্পানিটি।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি (উন্নয়ন) আব্দুল মান্নান সরকার এবং ডিএমডি (উন্নয়ন) জাহিদুল আলম।
সভায় বক্তারা বলেন, বীমা খাতকে সময়োপযোগী করতে আধুনিক প্রযুক্তি, গ্রাহকবান্ধব সেবা এবং দক্ষ জনবলই মূল চালিকাশক্তি। পাশাপাশি নৈতিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা ও বীমা কর্মীরা উপস্থিত ছিলেন এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।











