প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চট্টগ্রাম সার্ভিস সেন্টার (মেট্রো প্রজেক্ট) এ সম্প্রতি উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) জাহিদুল আলম ভূইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান ও আহসান উল্লাহ তুহিন, পিডি। সভার সভাপতিত্ব করেন প্রজেক্ট ইনচার্জ রুপন চক্রবর্তী। এছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি, গ্রাহকসেবা জোরদার, প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধির কৌশল এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রাহক আস্থা অর্জনই বীমা খাতের মূল শক্তি এবং এজন্য সেবা প্রদানে পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব প্রদর্শনের অঙ্গীকার করেন।











