চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমদাদ উল্ল্যাহর মা ফাতেমা বেগম আর নেই। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর জানাজা শেষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির কলেজ পাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
ফাতেমা বেগমের মৃত্যুতে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।












