Paris
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

বীমা শিল্পে সেরা উদ্ভাবনের পুরস্কার পেল ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’

  • প্রকাশের সময় : ২ বছর ১০ মাস ৩ সপ্তাহ ২০ ঘন্টা ৫৪ মি. আগে, ০৫:৫৮:৫১ পি.এম, রবি, ২৬ ফেব্রু ২০২৩
  • 895
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

সংবাদ বিজ্ঞপ্তি থেকে:
বীমা শিল্পে সেরা উদ্ভাবনের পুরস্কার পেল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বীমা পণ্য ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ যৌথভাবে গার্ডিয়ানকে সম্মানসূচক এই ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।

১৮ ফেব্রুয়ারি হোটেল লা মেরিডিয়ানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গার্ডিয়ানকে এই স্বীকৃতি প্রদান করে সংগঠন দুটি।

দেশের প্রথম ডিজিটাল ক্যান্সার সেবা হিসেবে ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ গ্রাহকদের বিস্তৃত পরিসরে ক্যান্সার সংক্রান্ত সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছে। শুধুমাত্র ক্যান্সার রোগী ও তাদের পরিবারের সদস্যদের চাহিদা ও সেবার কথা বিবেচনা করে গার্ডিয়ান নিয়ে এলো এই ক্যান্সার কেয়ার সেবা। সর্বোচ্চ চিকিৎসা সেবার নিশ্চয়তা, ডায়াগনস্টিক পরীক্ষা ও তার চিকিৎসাসহ ‘গার্ডিয়ান ক্যান্সার কেয়ার’ সুবিশাল পরিসরে তার গ্রাহকদের সুবিধা প্রদান করছে।

 

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রকিবুল করিম এক বিবৃতিতে বলেন, “যুগান্তকারী ‘ক্যান্সার কেয়ার’ সেবার জন্য বীমা শিল্পে সেরা উদ্ভাবক হিসেবে সম্মানসূচক ‘ইনোভেশন অ্যাও্যার্ড ২০২৩’-এ ভূষিত হতে পেরে আমরা গার্ডিয়ান পরিবার উচ্ছ্বাসিত ও আনন্দিত”। তিনি আরও বলেন, “আমাদের গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে উদ্ভাবনী প্রচেষ্টার প্রতীক হয়ে থাকবে এই গার্ডিয়ান ক্যান্সার কেয়ার”।

 

প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান ও চাহিদার কথা মাথায় রেখে উদ্ভাবনী সব পরিষেবা নিয়ে আসতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

 

ট্যাগs: