তাকাফুল প্রকল্পের একজন গ্রাহকের পরিবারের হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করেছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) ঢাকার মতিঝিল সার্ভিস পয়েন্ট অফিসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প প্রধান মো. জসিম উদ্দিন মৃত গ্রাহক ইসরাত জাহান ফাহিমা’র পরিবারের হাতে দুই লাখ বিরাশি হাজার নয়শত বাষট্টি টাকা (৳২,৮২,৯৬২) মূল্যের চেক তুলে দেন।
অনুষ্ঠানে সহকারী প্রকল্প প্রধান আবু সালেহ মোহাম্মদ সুহার্ত, রিজিয়নাল সেলস ম্যানেজার মো. আল আমিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্র জানায়, গত ৬ জুলাই ২০২৫ তারিখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাত জাহান ফাহিমা মারা যান। তিনি বেঙ্গল ইসলামি লাইফের তাকাফুল প্রকল্পে চার কিস্তিতে বার্ষিক ২৪,০৩৮ টাকা করে প্রিমিয়াম জমা করেছিলেন।
চেক হস্তান্তর শেষে কোম্পানির কর্মকর্তারা বলেন, “গ্রাহক ও তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতি পালন করে যাচ্ছি।”
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স মৃত তাকাফুল গ্রাহক ইসরাত জাহান ফাহিমা’র পরিবারের হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করেছে। প্রতিষ্ঠানটি জানায়, দ্রুত দাবি নিষ্পত্তিতে গ্রাহক আস্থা ধরে রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।











