New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

বেঙ্গল ইসলামি লাইফের মৃত্যু দাবির চেক হস্তান্তর  

  • প্রকাশের সময় : ৩ মাস ১৯ ঘন্টা ৪ মি. আগে, ০১:০১:৫৫ এ.এম, মঙ্গল, ১৪ অক্টো ২০২৫
  • 322
ক্যাপশন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম (মাঝে) মৃত্যুদাবির চেক গ্রাহকের পরিবারের হাতে তুলে দিচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে এক তাকাফুল গ্রাহকের মৃত্যুদাবির চেক তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) পঞ্চবটি সার্ভিস পয়েন্ট অফিসের আওতাধীন সম্মানিত গ্রাহক মো. আব্দুর রাজ্জাকের মৃত্যুদাবি বাবদ এক লাখ চার হাজার ছয়শ পঞ্চান্ন টাকা (৳১,০৪,৬৫৫) মূল্যের চেক তাঁর পরিবারের নিকট হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ভূঁইয়া, উপপ্রকল্প প্রধান মো. হৃদয়, পঞ্চবটি সার্ভিস পয়েন্ট ইনচার্জ ও সহকারী প্রকল্প প্রধান মো. আল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৭ জুলাই ২০২৫ তারিখে স্ট্রোকজনিত কারণে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাকাফুল গ্রাহক মো. আব্দুর রাজ্জাক।