বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে এক তাকাফুল গ্রাহকের মৃত্যুদাবির চেক তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) পঞ্চবটি সার্ভিস পয়েন্ট অফিসের আওতাধীন সম্মানিত গ্রাহক মো. আব্দুর রাজ্জাকের মৃত্যুদাবি বাবদ এক লাখ চার হাজার ছয়শ পঞ্চান্ন টাকা (৳১,০৪,৬৫৫) মূল্যের চেক তাঁর পরিবারের নিকট হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ভূঁইয়া, উপপ্রকল্প প্রধান মো. হৃদয়, পঞ্চবটি সার্ভিস পয়েন্ট ইনচার্জ ও সহকারী প্রকল্প প্রধান মো. আল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৭ জুলাই ২০২৫ তারিখে স্ট্রোকজনিত কারণে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাকাফুল গ্রাহক মো. আব্দুর রাজ্জাক।











