চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯৫তম পরিচালনা পর্ষদ সভায় ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতারকে কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে এবং গোলাম মুস্তাফাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ এবং শীর্ষ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক গ্রুপের একজন সফল উদ্যোক্তা। তিনি চার্টার্ড লাইফের প্রতিনিধি পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন।
ভাইস চেয়ারম্যান জনাব গোলাম মুস্তাফা একজন সফল উদ্যোক্তা ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব মুস্তাফা একজন খ্যাতিমান রোটারিয়ান এবং বিশ্বব্যাংকের ফেলো। তিনি রোটারি ক্লাব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন বই লিখেছেন।
চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নতুন পদে নির্বাচনের মাধ্যমে চার্টার্ড লাইফ তার নেতৃত্বকে আরও শক্তিশালী ও দৃষ্টিগোচর করার লক্ষ্য ।











