Paris
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

বাজুসের সহ-সভাপতি নির্বাচিত ইকবাল হোসেন চৌধুরী

  • প্রকাশের সময় : ২ মাস ১ সপ্তাহ ৩ দিন ৫৬ মি. আগে, ১২:২৪:৩২ এ.এম, মঙ্গল, ৪ নভে ২০২৫
  • 334
ক্যাপশন ফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ২০২৫–২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর উদ্যোক্তা পরিচালক মোঃ ইকবাল হোসেন চৌধুরী।

তিনি বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক, জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড এবং পরিচালক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। তাঁর নেতৃত্বে জাপানের ক্রিড গ্রুপের সঙ্গে যৌথ ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

লক্ষ্মীপুর জেলার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া ইকবাল হোসেন চৌধুরী ঢাকা কলেজ থেকে স্নাতক এবং সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে কৃতিত্বের সঙ্গে ‘ক্যাপস্টোন কোর্স’ সম্পন্ন করেন।

ব্যবসার পাশাপাশি সমাজসেবায়ও তিনি সক্রিয়। তিনি বসুন্ধরা কিংস ফুটবল ক্লাব-এর ভাইস চেয়ারম্যান, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SCCI) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI)-এর সদস্য। এছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এক বিবৃতিতে ইকবাল হোসেন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে জাতীয় ও শিল্পোন্নয়নে ধারাবাহিক সাফল্যের প্রত্যাশা জানিয়েছে।