বীমা আইন, ২০১০-এর সংশোধনী খসড়া নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য পরামর্শ সভাটি হঠাৎ করেই স্থগিত করা হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) এক প্রজ্ঞাপনে জানায়, “অনিবার্য কারণবশত নির্দেশক্রমে সভাটি স্থগিত করা হলো। পরবর্তীতে সভার তারিখ ও সময় জানানো হবে।”
সূত্র মতে, ৩০ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা পূর্ববর্তী স্মারকে আজকের সভার আয়োজনের কথা উল্লেখ ছিল। ওই সভায় বীমা খাতের বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের উপস্থিত থাকার কথা ছিল।
সরকার সম্প্রতি বীমা আইন, ২০১০ সংশোধনের একটি খসড়া প্রণয়ন করেছে।










