Helsinki
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেঙ্গল ইসলামি লাইফ ও ব্র্যাক হেলথকেয়ারের চুক্তি

  • প্রকাশের সময় : ১ মাস ৩ সপ্তাহ ২৩ ঘন্টা ১৯ মি. আগে, ০৪:৪৭:১১ পি.এম, শনি, ২২ নভে ২০২৫
  • 376
ক্যাপশন ছবি বেঙ্গল ইসলামী লাইফের সৌজন্যে
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ করপোরেট চুক্তি সই হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর মতিঝিলস্থ বেঙ্গল ইসলামি লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বেঙ্গল ইসলামি লাইফ-এর স্বাস্থ্য তাকাফুল গ্রাহকরা ব্র্যাক হেলথকেয়ারের সব শাখায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও মূল্য ছাড় সুবিধা পাবেন।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। অন্যদিকে ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন হেড অব হেলথকেয়ার এন্টারপ্রাইজ ডা তৌফিকুল হাসান সিদ্দিকী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন। ব্র্যাক হেলথকেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ও পার্টনারশিপ বিভাগের সেলস ম্যানেজার মো. রোকনুজ্জামান, সেন্টার ম্যানেজার (সিদ্ধেশ্বরী) মো. মাইদুল হক এবং ডেপুটি ম্যানেজার এ কে এম মইনুদ্দীন শাহসহ অন্যান্য কর্মকর্তা।

 

চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকরা ব্র্যাক হেলথকেয়ারের মিরপুর, উত্তরা, সিদ্ধেশ্বরী ও গুলশান/বাড্ডা শাখায় বিশেষ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি চিকিৎসা ব্যয়ে বিশেষ মূল্য হ্রাস সুবিধাও ভোগ করতে পারবেন।

 

এ ছাড়া নতুন পলিসি গ্রহণের লক্ষ্যে প্রস্তাবিত তাকাফুল গ্রাহকদের জন্য পূর্ণ মেডিকেল রিপোর্ট (এফএমআর) সেবা প্রদান করবে ব্র্যাক হেলথকেয়ার। একই সঙ্গে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধার আওতায় ভিডিও কনসালটেশন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং প্রয়োজনীয় মেডিকেল চেক-আপ করতে পারবেন।

ট্যাগs: