সংবাদ বিজ্ঞপ্তি থেকে : মাঠ পর্যায়ের ৮ শতাধিক বীমাকারী বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটকে নিয়ে নৌ বিহার করেছে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স। শনিবার ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত এই নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়।নৌ-বিহারে সভাপতিত্ব করেন সিনিয়র জিএম সৈয়দ মাসকুরুল হক, যৌথভাবে সঞ্চলনা করেন ডিভিপি ও গ্রুপ ইনচার্জ মো. আনোয়ার হোসেন সরকার, ডিজিএম (উন্নয়ন) মো. ইবাদুল ইসলাম, এজিএম (উন্নয়ন) একে এম নেয়ামত উল্লাহ বাবু।
প্রধান অতিথি ছিলেন ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেনিথ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইডিপি আবদুর রহমান এবং কোম্পানি সচিব মো. নিজাম উদ্দীন।












