ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এনএলআই) কোম্পানির পরিচালনা পর্ষদের ২৮৫তম সভা সম্প্রতি রাজধানীর কাওরান বাজারে এনএলআই টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
সভায় ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামানসহ পরিচালনা পর্ষদের সদস্য মতিউর রহমান, বিলকিস নাহার, এম এম মাঈন উদ্দিন মোনেম, নাহরিন রহমান, মাশফিকুর রহমান, রাজিয়া সুলতানা, মামুনুর রশীদ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি, চলমান পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানায় এনএলআই কর্তৃপক্ষ।












