Stockholm
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

নতুন নীতিগত সিদ্ধান্তের আগে বীমার চেয়ারম্যানদের সঙ্গে বসছে আইডিআরএ

  • প্রকাশের সময় : ১ মাস ২ সপ্তাহ ৩ দিন ১৩ ঘন্টা ৩৯ মি. আগে, ০৮:১০:৩৯ পি.এম, বুধ, ২৬ নভে ২০২৫
  • 400

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 95?

ক্যাপশন আইডিআরএর লোগো
নিজস্ব প্রতিবেদক:

বীমা খাতের সবচেয়ে বড় নীতিগত পরিবর্তনের ঠিক আগমুহূর্তে দেশের সব বীমা কোম্পানির চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসছে আইডিআরএ। নন–লাইফ খাতে এজেন্ট কমিশন বাতিল এবং বীমা আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।

যদিও বীমা খাতের সার্বিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে এই বৈঠক করা হচ্ছে বলে বুধবার

আইডিআরএ’র পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে। নোটিশটি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্টসহ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

খাতটির গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের মুহূর্তে এই বৈঠকের আয়োজন করা হলো। বীমা আইন ২০১০-এর সংশোধিত খসড়ার কয়েকটি প্রস্তাব নিয়ে অংশীজনদের আপত্তি রয়েছে। একই সময়ে ‘বীমাকারীর রেজুলেশন অধ্যাদেশ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সূত্র জানায়, গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত অংশীজন সভায় সংশোধিত খসড়া চূড়ান্ত করার আগে বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যানদের নিয়ে আলাদা পরামর্শ সভার প্রস্তাব দেন বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। এরপর মাত্র এক দিনের নোটিশে আইডিআরএ বৃহস্পতিবারের এই বৈঠক ডাকে।

তবে হঠাৎ ডাকে অংশগ্রহণের হার কম হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সভায় সুনির্দিষ্ট এজেন্ডা না থাকলেও নন–লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বাতিলের বিষয়ে আইডিআরএর সাম্প্রতিক নীতিগত সিদ্ধান্ত আলোচনায় আসবে বলে জানা গেছে। পাশাপাশি বীমা আইন সংশোধন ও রেজুলেশন অধ্যাদেশ নিয়েও মতবিনিময় হতে পারে।

ট্যাগs: