Berlin
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

আইডিআরএ–বীমা কোম্পানি বৈঠকে আইন সংশোধন ও কমিশন বাতিলে ঐকমত্য

  • প্রকাশের সময় : ১ মাস ১ সপ্তাহ ৬ দিন ১৬ ঘন্টা ৩ মি. আগে, ১১:৩৪:৩২ এ.এম, রবি, ৩০ নভে ২০২৫
  • 403
অনলাইন ডেস্ক:

বীমা খাতের নীতি-সংস্কার, কমিশন বাতিল এবং দাবি নিষ্পত্তি প্রক্রিয়া উন্নত করতে আইডিআরএ ও বীমা কোম্পানির চেয়ারম্যানদের মধ্যে ২৭ নভেম্বর ঢাকায় বৈঠক হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

 

বৈঠকে বীমা কোম্পানির চেয়ারম্যান, বিআইএ নির্বাহী কমিটির সদস্য এবং আইডিআরএ কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় বীমা আইন সংশোধন, কমিশন শূন্য করার সিদ্ধান্তের স্থায়িত্ব, আইন পরিপালন এবং তহবিল ব্যবস্থাপনা নিয়ে মত বিনিময় হয়।

 

অংশগ্রহণকারীরা জানান, বীমা আইন এমনভাবে হালনাগাদ করা প্রয়োজন যাতে তা দীর্ঘমেয়াদে কার্যকর থাকে এবং ঘন ঘন সংশোধনের প্রয়োজন না পড়ে। দাবি নিষ্পত্তি দ্রুত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। কমিশন বাতিল বিষয়ে শিল্পপক্ষ বর্তমান নীতিকে স্থায়ী করার আহ্বান জানায়।

 

আইডিআরএ আলোচিত বেশিরভাগ প্রস্তাবে নীতিগতভাবে একমত হয় এবং খাতের টেকসই উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পপক্ষের মধ্যে সমন্বিত কাজ অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে।

ট্যাগs: