Detroit
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল চার্টার্ড লাইফ ইন্সুরেন্স 

  • প্রকাশের সময় : ৩ সপ্তাহ ৫ দিন ১৬ ঘন্টা ৫৩ মি. আগে, ০৯:২৯:৩১ এ.এম, বুধ, ১৭ ডিসে ২০২৫
  • 460
ক্যাপশন আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স পরিবার  
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ দ্বাদশ জাতীয় কর্পোরেট সুশাসন শ্রেষ্ঠত্ব পুরস্কার–২০২৪ এ লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে চাটার্ড লাইফ ইন্সুরেন্স  কোম্পানি।

 

এই পুরস্কার কর্পোরেট পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উত্তম সুশাসন (Corporate Governance) চর্চায় প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, নীতিনির্ধারণ, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা এবং স্টেকহোল্ডারদের প্রতি দায়িত্বশীলতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের মানসম্মত চর্চাই এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

পুরস্কার প্রাপ্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা তাদের কর্পোরেট সুশাসন কাঠামো আরও শক্তিশালী করতে নতুন অনুপ্রেরণা যোগাবে। একই সঙ্গে ভবিষ্যতে গ্রাহকসেবা, শেয়ারহোল্ডার স্বার্থ সংরক্ষণ এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা যথাযথভাবে অনুসরণে প্রতিষ্ঠানটি আরও অঙ্গীকারবদ্ধ থাকবে।

 

প্রতিষ্ঠানটি তাদের এই সাফল্যের জন্য  গ্রাহক, শেয়ারহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও আস্থার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে জানানো হয়।

 

বাংলাদেশে করপোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষ সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স সম্মাননা দেওয়া হয়।

 

আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী ২০২৪ সালে করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোডের সঙ্গে সংগতিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটেগরিতে বিজয়ী ৪৩টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ–  তিন ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. সাইফুদ্দিন সিএফএ এবং  ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।