পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন মেট্রো গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম।
গত ২১ মে (রোববার) পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৯২তম বোর্ড সভায় তাকে পুনঃনির্বাচিত করা হয় ।
সভায় কোম্পানির ব্যবসায়িক সার্বিক পরিস্থিতি আলোচনা-পর্যালোচনা করা হয় এবং পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ গঠন করা হয় । এর আগে ২০২২ সালের ১৪ মে চট্টগ্রামের হোটেল রেডিস ব্লু-তে অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন ।
ফখরুল ইসলাম এর আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদোক্তা ও পরিচালক ছিলেন। ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এবং ইসি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশে ইসলামী বীমা ব্যবসার একজন অন্যতম উদ্যোক্তা।












