বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের (বিআইপিডি) একাডেমিক কাউন্সিলের ৩য় সভা গত ০৬ জুলাই বিআইপিডির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ড. মোঃ কায়কোবাদের সভাপতিত্বে সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য এহসান খসরু, এম মুজাহিদুল ইসলাম, এ এইচ মোস্তফা কামাল খান, ড. মোস্তফা কামাল মুজেরী, কাজী ফরিদউদ্দিন আহমেদ, এফসিএ, কাজী মোরতুজা আলী, এসিআইআই, দাস দেব প্রসাদ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৩ সালে জুন মাস পর্যন্ত বিআইপিডির প্রশিক্ষণ কার্যক্রম এবং আসন্ন প্রশিক্ষণ কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। প্রযুক্তির যুগে বিক্রয় শিল্প, বীমা সচেতনতা বৃদ্ধি এবং বীমা ও তাকাফুল ব্যবস্থা উন্নত করাসহ সমসাময়িক বিষয়ে প্রফেশনাল কোর্স করার বিষয়ে সকলে মত প্রকাশ করেন।
সভায় আসন্ন প্রফেশনাল কোর্সের মধ্যে ‘সার্টিফাইড প্রফেশনাল কোর্স অন মেরিন ইন্স্যুরেন্স’ এবং ‘প্রাকটিক্যাল এ্যাসপেক্টস্ অব এ্যাকচ্যুরিয়াল সাইন্স’ নামে দুইটি বিশেষ কোর্স বাজারে ছাড়ার ব্যাপারে আলোচনা হয়।
এছাড়াও ‘বিআইপিডি কনসালটেন্সি ও রিসার্চ কাউন্সিল’ নামে একটি নতুন উইং এর কার্যক্রম নিয়ে আলোচনা হয় যেখানে মানব সম্পদ উন্নয়ন, কাস্টমার কেয়ার, ক্লাইন্ট হ্যান্ডেলিং, গ্রিভেন্স হ্যান্ড্যেলিং ও ফান্ড প্রটোকেশন ও ম্যানেজম্যান্ট এবং রিস্ক ম্যানেজম্যান্ট বিষয় সমূহে কনসালটেন্সি সার্ভিস প্রদান করা হবে। ভবিষ্যতে আরো নতুন নতুন ক্ষেত্র তৈরি করে গবেষণা ও কনসালটেন্সি সেবা প্রদান করা হবে বলে সকলে মত প্রকাশ করেন।
এছাড়া ‘বীমা কথামেলা’ নামে বিআইপিডি নতুন একটি ডিজিটাল প্রোগাম আয়োজন করতে যাচ্ছে। যেখানে বীমা কোম্পানিগুলো তাদের কার্যক্রম সমূহ সর্বস্তরের জনগণের নিকট অতি সহজে তুলে ধরতে পারবে।












