New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

বিআইপিডির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত  

  • প্রকাশের সময় : ২ বছর ৬ মাস ১ সপ্তাহ ১ দিন ১৩ ঘন্টা ২৩ মি. আগে, ০১:৫৩:২২ এ.এম, রবি, ৯ জুলা ২০২৩
  • 706
ক্যাপশন সভায় বিআইপিডির একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

বাংলাদেশ ইনস্টিটিউট  ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের (বিআইপিডি) একাডেমিক কাউন্সিলের ৩য় সভা গত ০৬ জুলাই বিআইপিডির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  ড. মোঃ কায়কোবাদের সভাপতিত্বে সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য  এহসান খসরু, এম মুজাহিদুল ইসলাম,  এ এইচ মোস্তফা কামাল খান, ড. মোস্তফা কামাল মুজেরী, কাজী ফরিদউদ্দিন আহমেদ, এফসিএ,  কাজী মোরতুজা আলী, এসিআইআই,  দাস দেব প্রসাদ উপস্থিত ছিলেন।

 

 

সভায় ২০২৩ সালে জুন মাস পর্যন্ত বিআইপিডির  প্রশিক্ষণ কার্যক্রম  এবং আসন্ন প্রশিক্ষণ কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। প্রযুক্তির যুগে বিক্রয় শিল্প, বীমা সচেতনতা বৃদ্ধি এবং বীমা ও তাকাফুল ব্যবস্থা উন্নত করাসহ সমসাময়িক বিষয়ে প্রফেশনাল কোর্স করার বিষয়ে সকলে মত প্রকাশ করেন।

 

 

সভায় আসন্ন প্রফেশনাল কোর্সের মধ্যে ‘সার্টিফাইড প্রফেশনাল কোর্স অন মেরিন ইন্স্যুরেন্স’ এবং ‘প্রাকটিক্যাল এ্যাসপেক্টস্ অব এ্যাকচ্যুরিয়াল সাইন্স’ নামে দুইটি বিশেষ কোর্স বাজারে ছাড়ার ব্যাপারে আলোচনা হয়।

 

 

এছাড়াও ‘বিআইপিডি কনসালটেন্সি ও রিসার্চ কাউন্সিল’ নামে একটি নতুন উইং এর কার্যক্রম নিয়ে আলোচনা হয় যেখানে মানব সম্পদ উন্নয়ন, কাস্টমার কেয়ার, ক্লাইন্ট হ্যান্ডেলিং, গ্রিভেন্স হ্যান্ড্যেলিং ও ফান্ড প্রটোকেশন ও ম্যানেজম্যান্ট এবং রিস্ক ম্যানেজম্যান্ট বিষয় সমূহে কনসালটেন্সি সার্ভিস প্রদান করা হবে। ভবিষ্যতে আরো নতুন নতুন ক্ষেত্র তৈরি করে গবেষণা ও কনসালটেন্সি সেবা প্রদান করা হবে বলে সকলে মত প্রকাশ করেন।

 

 

এছাড়া ‘বীমা কথামেলা’ নামে বিআইপিডি নতুন একটি ডিজিটাল প্রোগাম আয়োজন করতে যাচ্ছে। যেখানে বীমা কোম্পানিগুলো তাদের কার্যক্রম সমূহ সর্বস্তরের জনগণের নিকট অতি সহজে তুলে ধরতে পারবে।

 

 

 

ট্যাগs: