চতুর্থ প্রজন্মের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি সোনালী লাইফের ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে জানাতে কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল সুধী সমাবেশ । গত ১৪ জুলাই আড্ডা ইউনিয়নের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।
বিশেষ অতিথি ছিলেন ঝলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন মিয়াজী, আড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর চৌধুরী, সোনালী লাইফের এসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম, সেলস ম্যানেজার মোঃ আব্দুল্লাহীল কাফি, সেলস ম্যানেজার গোলাম মোস্তফা, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আজিম,ব্রাঞ্চ ম্যানেজার জনাব আবদুল কাদের প্রমুখ।












