যথা সময়ে বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে সোনালী লাইফ ইন্স্যুরেন্স উদাহরণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
শনিবার সোনালী লাইফের দশম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনালী লাইফের প্রতিষ্ঠাতা মোস্তফা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোম্পানির ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া, রূপালী ইন্স্যুরেন্সের উপদেষ্টা পিকে রয়, সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, নিরপেক্ষ পরিচালক কাজী মনিরুজ্জামান, সোনালী লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা অজিত চন্দ্র আইচ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোনালী লাইফকে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অভিহিত করে শেখ কবির বলেন, সোনালীকে তিন দিনে দাবি পরিশোধ করতে দেখেছি। ভালোকে ভালো বলতে আমার কোনো সমস্যা নেই। এ সময় কোনো কোম্পানি সঠিক সময়ে বীমা দাবি পরিশোধে ব্যর্থ হলে তা লভ্যাংশসহ গ্রাহককে ফেরত দিতে আইন করার দাবি জানান বিআইএ প্রেসিডেন্ট।
তিনি বলেন, যেসব কোম্পানি নির্ধারিত সময়ে বীমা দাবি পরিশোধ না করে পরে দেয়, তারা সেই টাকা দিয়ে ব্যবসা করে। যেহেতু গ্রাহকের টাকা দিয়ে মুনাফা করছে তাই তার অংশ গ্রাহককে দিতে হবে। আমি এই আইন করার দাবি জানিয়েছি।












