Berlin
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

ডায়মন্ড লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন রফিকুজ্জামান 

  • প্রকাশের সময় : ২ বছর ৫ মাস ১ সপ্তাহ ৪ দিন ১৬ ঘন্টা ৪ মি. আগে, ১১:১৬:৫৭ পি.এম, শনি, ৫ অগা ২০২৩
  • 1446
ক্যাপশন মো: রফিকুজ্জামানের ফাইল ছবি।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো: রফিকুজ্জামান।

গত ১১ মে কোম্পানিটির ৬২ তম পর্ষদ সভায় তাকে এই পদোন্নতি দেওয়া হয়। মো: রফিকুজ্জামান দীর্ঘদিন যাবত ডায়মন্ড লাইফের কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০০১ সালে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে যোগদান করেন মো: রফিকুজ্জামান।  প্রোগ্রেসিভ লাইফে অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসন বিভাগসহ অন্যান্য বিভাগে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৭ সালে যোগ দেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসাবে। এই কোম্পানিতে উন্নয়ন প্রশাসন  বিভাগের পাশাপাশি দীর্ঘদিন যাবত কোম্পানি সচিবের দায়িত্বও পালন করে আসছিলেন রফিকুজ্জামান।