পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের বীমাখাতের শীর্ষ কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মাসিক ব্যবসা পর্যালোচনা ও বীমা দাবির চেক হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান শেষে গ্রাহক নাছির আহমেদের মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চৌদ্দ লাখ টাকার চেক তার হাতে তুলে দেওয়া হয়।











