New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

গার্ডিয়ান লাইফের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা 

  • প্রকাশের সময় : ২ বছর ৫ মাস ৪ দিন ১৫ ঘন্টা ৩০ মি. আগে, ০৫:২৯:৫৯ এ.এম, শনি, ১২ অগা ২০২৩
  • 741
অনলাইন ডেস্ক:

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। বিনিয়োগকারীদের জন্য বর্ধিত শেয়ারমূল্য নিশ্চিত করার প্রত্যয় গার্ডিয়ান লাইফের ব্যবসায়িক পারফরম্যান্সকে করেছে তরান্বিত। এখানে উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি কালানুক্রমে তার শেয়ার হোল্ডারদের মাঝে ২০২১ সালেও ১৫% নগদ লভ্যাংশ ও ২০১৯ সালে ৮৫% বোনাস শেয়ার বিতরণ করেছে।

এপেক্স, ব্র্যাক এবং স্কয়ারের যৌথ অর্থায়নে গঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে একটি চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি, যা ২০১৩ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই সমস্ত আর্থিক সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি প্রদর্শন করে আসছে। ইতোমধ্যেই গার্ডিয়ান লাইফের বিনিয়োগ দাঁড়িয়েছে  ৪০৭ কোটি টাকায় আর গড় বার্ষিক বৃদ্ধির হারে (সিএজিআর) লাইফ ফান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২৫%, গ্রস প্রিমিয়ামের প্রবৃদ্ধি হয়েছে ২১% ও মোট সম্পদের প্রবৃদ্ধি হয়েছে ২৬%। প্রশংসনীয় আর্থিক স্থিতিশীলতার জন্য ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) সম্প্রতি গার্ডিয়ান লাইফ কে AA3 রেটিং প্রদান করেছে। সুকৌশলী দর্শন, সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতা ও শ্রেষ্ঠত্বের দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে গার্ডিয়ান লাইফ অর্জন করেছে উল্লেখযোগ্য এসকল সাফল্য।

গার্ডিয়ান লাইফ দ্রুত বিমা দাবি নিষ্পত্তিতে পারদর্শিতার জন্যও সুপরিচিত। প্রতিষ্ঠানটির ক্লেইম পে-আউট রেশিও ৯৮%, এ পর্যন্ত মোট পরিশোধিত বিমা দাবির পরিমাণ ১,৫০০ কোটি টাকা। কোম্পানিটি বিমা খাতের একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দৃঢ়তার সঙ্গে  এগিয়ে চলেছে, রেখে চলেছে সুশাসন ও নির্ভরযোগ্য সেবাপ্রদানের অনন্য সব দৃষ্টান্ত।

 

ট্যাগs: