জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে দেশের বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।
রোববার (২৭ আগস্ট) ফোরামের কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইমাম শাহীন, গ্লোবাল ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন,ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহীদে কর্মকর্তা মো: আপেল মাহমুদ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ,কে, এম. সারোয়ার জাহান জামাল, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফজলুল করীম মুন্সী, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দীন, নর্দান ইসলামি ইন্সুরেন্সের চৌধুরী গোলাম ফারুক, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স লিমিটেডের মো: আব্দুল মতিন সরকার, মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মোহাম্মদ সাঈদুল আমিন, ইউনিয়ন ইন্স্যুরেন্সের তালুকদার মো: জাকারিয়া হোসেন, পিপলস ইন্স্যুরেন্সের এস এম আজিজুল হোসেন,সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের নিমাই কুমার সাহা, প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্সুরেন্সের ডা: কিশোর বিশ্বাস, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের আমজাদ হোসেন খান চৌধুরীসহ বিভিন্ন লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।











