New York
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

জেনিথ লাইফের বীমা সুরক্ষার আওতায় এলো ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : ২ বছর ৪ মাস ১ সপ্তাহ ৪ দিন ৯ ঘন্টা ১২ মি. আগে, ০৬:৩৩:২৯ পি.এম, সোম, ৪ সেপ্টে ২০২৩
  • 780
ক্যাপশন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনবীমা সুরক্ষার আওতায় আনতে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে গোষ্ঠী বীমা চুক্তি করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

এ বীমার আওতায় থাকা শিক্ষার্থীরা অসুস্থ হলে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকার স্বাস্থ্যবীমা দাবি এবং অনাকাঙ্খিত মৃত্যুতে দুই লাখ টাকার জীবন বীমা দাবি পরিশোধ করবে জেনিথ লাইফ। গত ৩ সেপ্টেম্বর জেনিথ ইসলামি লাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদ আখতার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেনিথ ইসলামি লাইফের গ্রুপ এন্ড হেলথ ইন্স্যুরেন্স বিভাগের প্রধান ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, ট্রেজারার, ডাইরেক্টর একাউন্টস এন্ড ফাইন্যান্স এস এম ফিরোজ আহমেদ, ডেপুটি ডাইরেক্টর ফাইন্যান্স আব্দুল করিম, হেড অব এইচআর জি এম নাফিউন, বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টি ও বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্বাস্থ্য বীমার আওতায় থাকা কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে অথবা দুর্ঘটনায় পতিত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে জেনিথ ইসলামি লাইফের তরফ থেকে প্রতি চুক্তি বর্ষে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হাসপাতাল চিকিৎসা বীমা সুবিধা পাবেন।

এছাড়াও জেনিথ ইসলামি লাইফের জীবন বীমার আওতায় থাকা ইস্টার্ন ইউনিভার্সিটির কোন শিক্ষার্থীর অনাকাঙ্খিত মৃত্যুতে তার অভিভাবক পাবেন দুই লাখ টাকা। তাছাড়া সারা দেশে বিস্তৃত কোম্পানির নেটওয়ার্ক হসপিটালে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্য বীমা কার্ড প্রদান করবে জেনিথ ইসলামি লাইফ।

বীমা দাবি সংক্রান্ত সম্পূর্ণ প্রক্রিয়া শিক্ষার্থীরা ডিজিটাল সিস্টেমে সম্পন্ন করতে পারবে। ফলে বীমা সুবিধা পেতে জটিলতা কমবে শিক্ষার্থীদের। সেমিস্টার ফি’র সাথে শিক্ষার্থীদের কাছ থেকে সেমিস্টার ভিত্তিক প্রিমিয়াম জমা নেয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্বববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানান, বিগত ৫ বছর যাবত জেনিথ লাইফের সাথে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য ও জীবন বীমা চুক্তি রয়েছে। তাদের সেবা খুবই সন্তোষজনক। আজ আমরা আমাদের শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় নিয়ে এসেছি। আশা করি আমাদের শিক্ষার্থীরা বেশ উপকৃত হবে।

 

 

ট্যাগs: