Singapore
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

মাত্র চারটি প্রিমিয়াম নিয়ে গ্রাহকের পরিবারকে সাড়ে পাঁচ লাখ টাকা মৃত্যুদাবি দিল যমুনা লাইফ

  • প্রকাশের সময় : ২ বছর ৩ মাস ২ সপ্তাহ ৩ দিন ১১ ঘন্টা ৩৪ মি. আগে, ০৮:৩৬:৫৮ এ.এম, শুক্র, ২৯ সেপ্টে ২০২৩
  • 1822
ক্যাপশন মৃত্যুদাবির চেক হস্তান্তর করছেন যমুনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান বদরুল আলম খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

প্রয়োজনীয় নথিপত্র জমাদানের মাত্র সাত কর্মদিবসের মধ্যেই মৃত্যুদাবির সাড়ে পাঁচ লাখ টাকার চেক পেলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্সের এক গ্রাহকের পরিবার।

গত ২৭ সেপ্টেম্বর যমুনা লাইফের প্রধান কার্যালয়ে গ্রাহক রতন মুন্সীর স্ত্রী শিলা বেগমের কাছে এই চেক হস্তান্তর করা হয়।রতন মুন্সী  ২০১৯ সালে ১০ বছর মেয়াদী বার্ষিক প্রিমিয়াম প্রদানের মাধ্যমে পলিসি চালু করেন। চারটি  প্রিমিয়াম প্রদানের পর গত ০২ ফেব্রুয়ারি  মৃত্যুবরণ করেন। নমিনির আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের পর মাত্র সাত কর্মদিবসের মধ্যেই মৃত্যুদাবির  চেক নমিনির হাতে তুলে দেন কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার।