প্রয়োজনীয় নথিপত্র জমাদানের মাত্র সাত কর্মদিবসের মধ্যেই মৃত্যুদাবির সাড়ে পাঁচ লাখ টাকার চেক পেলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্সের এক গ্রাহকের পরিবার।
গত ২৭ সেপ্টেম্বর যমুনা লাইফের প্রধান কার্যালয়ে গ্রাহক রতন মুন্সীর স্ত্রী শিলা বেগমের কাছে এই চেক হস্তান্তর করা হয়।রতন মুন্সী ২০১৯ সালে ১০ বছর মেয়াদী বার্ষিক প্রিমিয়াম প্রদানের মাধ্যমে পলিসি চালু করেন। চারটি প্রিমিয়াম প্রদানের পর গত ০২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। নমিনির আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের পর মাত্র সাত কর্মদিবসের মধ্যেই মৃত্যুদাবির চেক নমিনির হাতে তুলে দেন কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার।















