New York
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

এনআরবি ইসলামিক লাইফের ত্রাণ বিতরণ

  • প্রকাশের সময় : ১ বছর ৪ মাস ৩ দিন ১০ ঘন্টা ৩১ মি. আগে, ১২:৩৫:১২ এ.এম, বুধ, ১১ সেপ্টে ২০২৪
  • 676
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

নোয়াখালী, ফেনী ও কুমিল্লার পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স।

জেলাগুলোর প্রত্যন্ত এলাকায় সড়ক যোগাযোগ বিপর্যস্ত হওয়া সত্ত্বেও বিশেষ ব্যবস্থায় পানিবন্দিদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বীমা কোম্পানিটির কর্মীরা। বিশেষ করে নোয়াখালীর বিভিন্ন উপজেলার গ্রামগুলো এখনো পানির নিচে। এ ধরনের এলাকায় কোম্পানির একদল সাহসী ও উদ্যমী বীমা কর্মকর্তা নিজ নিজ দলের সদস্যদের নিয়ে ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ শাহ্ জামাল হাওলাদার ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি জানান, এই মানবিক কর্মকাণ্ডে তার কোম্পানির নারী-পুরুষ নির্বিশেষে সকল স্তরের কর্মকর্তা কর্মচারী আন্তরিকতার সাথে কাজ করেছেন। তিনি আরও জানান, এনআরবি ইসলামিক লাইফ দেশের যেকোন প্রয়োজনে জনগনের পাশে আছে এবং থাকবে।