New York
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য বীমা সেবায় রাশিয়ান কোম্পানির প্রশংসা

  • প্রকাশের সময় : ১ বছর ৩ মাস ২ সপ্তাহ ১ দিন ২০ ঘন্টা ১০ মি. আগে, ১২:৫৩:৫১ পি.এম, রবি, ২৯ সেপ্টে ২০২৪
  • 672
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

স্বাস্থ্য বীমা চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান কোম্পানি JSC Energospetsmontazh-এর বাংলাদেশে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের স্বাস্থ্য বীমা সেবা দিয়ে আসছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

JSC Energospetsmontazh এর কর্তৃপক্ষ বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য বীমা সেবায় সন্তুষ্ট হয়ে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানিকে প্রসংশা পত্র প্রদান করেন।

বেঙ্গল ইসলামি লাইফের সংশ্লিষ্ট স্বাস্থ্য বীমা টিম প্রতিটি স্বাস্থ্য সেবার ঘটনা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে থাকে এবং সমস্যা সমাধানে উচ্চ মানসম্পন্ন পেশাদারিত্বের পরিচয় রাখে মর্মে JSC Energospetsmontazh এর কর্তৃপক্ষ তাদের প্রসংশা পত্রে উল্লেখ করেন।

 

একই সাথে কোম্পানির স্বাস্থ্য বীমা টিম দ্রুততার সাথে তাদের চাহিদার প্রতি যে সাড়া দিয়ে থাকে তার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ।