হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদে মোঃ জামাল উদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা নাজকে পুনঃনির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালেয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাদেরকে নির্বাচিত করা হয়।
এ সময় পরিচালকবৃন্দসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা(চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুল মতিন উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর কোম্পানির ১৪১ তম পর্ষদ সভায় এই দুই পরিচালককে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সকে বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে হাল না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। হোমল্যান্ড লাইফকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করছেন জানিয়ে চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, আমাদের কোম্পানির অনেক সমস্যা ছিল যেগুলো সমাধান করতে গিয়ে আমাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে আমরা থেমে যাইনি। কোম্পানির উন্নয়নে এবং গ্রাহক স্বার্থ রক্ষায় আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।
তিনি বলেন, হোমল্যান্ড লাইফের এই দুর্দিন কাটিয়ে আমরা সুদিন ফেরাতে চাই। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।















