বিশিষ্ট ব্যবসায়ী এরশাদুল করিম হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা(চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালেয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরিচালক নির্বাচিত করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে মোঃ জামাল উদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা নাজকে পুনঃনির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ।
এ সময় পরিচালকবৃন্দসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা(চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুল মতিন উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর কোম্পানির ১৪১ তম পর্ষদ সভায় এই দুই পরিচালককে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।















