Paris
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

এএমডি’র মৃত্যুতে বেঙ্গল ইসলামি লাইফের শোক

  • প্রকাশের সময় : ১ বছর ১ সপ্তাহ ১৮ ঘন্টা ৫৭ মি. আগে, ০৩:৩৯:১৪ পি.এম, রবি, ৫ জানু ২০২৫
  • 504
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান এম এ রব খানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পরিবার। এম এ রব  গত ৩০ ডিসেম্বর পটুয়াখালীতে তাঁর গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ বাদ আসর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শেষবারের মত তাঁর লাশ মতিঝিলে তাঁর নিজ কর্মস্থল বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সামনে আনা হয় এবং তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ ও আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত করা হয় । এখানে কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই কৃতি শিক্ষার্থীর দ্বিতীয় নামাজে জানাজা বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে রাতেই তাঁর লাশ পটুয়াখালীতে নিজ গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী এবং এক কন্যা সন্তানসহ অসখ্য গুণগ্রাহী, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন রেখে গেছেন। এম এ রব খান জীবন বিমা পেশায় তাঁর কর্ম জীবন শুরু করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে। এ ছাড়াও তিনি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (আরবিডিএম) পদে কর্মরত ছিলেন।
ট্যাগs: