খুলনায় উন্নয়ন ও ব্যবসা পরিকল্পনা সভা করেছে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক এম হাসান নুরুল্লাহ এবং সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক জাহিদুর রহমান সানা।
সভায় ২০২৫ সালে দুই কোটি টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম এবং এক কোটি টাকা নবায়ন প্রিমিয়াম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়া, নবায়ন সংগ্রহ বৃদ্ধির পাশাপাশি তামাদি হওয়া পলিসি পুনরুদ্ধারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় কোম্পানির কর্মকর্তারা ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করেন। তারা ব্যবসার সম্প্রসারণ, গ্রাহক সেবা উন্নয়ন এবং বীমা খাতে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তারা একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।















