lজয়পুরহাটে ব্যবসা পরিকল্পনা সভা করেছে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
রোববার (২৩ ফেব্রুয়ারি) জয়পুরহাট অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক এম হাসান নুরুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
সভায় প্রধান অতিথি বলেন, নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। পাশাপাশি, বিমা গ্রাহকদের দাবি যথাসময়ে পরিশোধ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
সভায় প্রথম বর্ষ ব্যবসার পাশাপাশি নবায়ন সংগ্রহ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, নবায়নের হার কমপক্ষে ৭০% নিশ্চিত করতে হবে, এবং যারা শতভাগ নবায়ন সংগ্রহ করবেন, তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এছাড়া, তামাদি হওয়া পলিসিগুলো পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশনা দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং তারা কোম্পানির উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।















