Berlin
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
Breaking
ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক সোনালী লাইফের ২০২৬ সালের প্রথম মাসিক ব্যবসা উন্নয়ন সভা নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মনিটরিং কমিটি গঠন মেটলাইফের ‘এজেন্সি অব দ্য ইয়ার ২০২৫’ পেল সুমন এজেন্সি নন-লাইফ বীমায় কমিশনের নামে আর্থিক সুবিধা নিষিদ্ধ, আইন ভাঙলে শাস্তি: আইডিআরএ তরুণদের নতুন ভরসা বীমা পেশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শক্তিশালী লাইফ ফান্ডে মজবুত ভিত্তি গার্ডিয়ান লাইফের বেঙ্গল ইসলামি লাইফ ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি

একেএস খান ফার্মাসিউটিক্যালসের কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ

  • প্রকাশের সময় : ৮ মাস ১ সপ্তাহ ৩ দিন ১৬ ঘন্টা ৪ মি. আগে, ০৩:৪১:১৪ পি.এম, বুধ, ৭ মে ২০২৫
  • 439
সংবাদ বিজ্ঞপ্তি থেকে:

কর্মীদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করতে সম্প্রতি মেটলাইফের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এই চুক্তির আওতায় একেএস খান ফার্মাসিউটিক্যালসের কর্মীরা গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে একেএস খান ফার্মাসিউটিক্যালস।

একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুইটি বিভাগ হচ্ছে একেএস ফার্মেসি ও একেএস ডায়াগনস্টিক। উভয় বিভাগই গ্রাহকদের নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে একইসাথে কাজ করে যাচ্ছে। ২০১৮ সাল থেকে একেএস ফার্মেসি দ্রুত এবং বিশেষায়িত সেবা প্রদানের মাধ্যমে কমিউনিটি স্বাস্থ্যসেবা উন্নত করে আসছে।

বাংলাদেশে মেটলাইফ ৯ শ’রও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি ব্যক্তি ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করে আসছে। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশ ২,৮৯৫ কোটি টাকার বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।

একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে একেএস খান ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে, উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সামানজার শামা খান এবং মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর অ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার তৌহিদুল আলম।